ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ড. কামাল সংবিধান প্রণেতা নন: ফজলে রাব্বী মিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা নন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কামাল হোসেনকে গণপরিষদে পাঠিয়েছিলেন। সেখানে আরও অনেক সদস্য ছিলেন। এই কমিটির ৩৪ জন সদস্য ছিলেন। সংবিধান প্রণয়নে ড. কামালের মতো কমিটির অন্য সদস্যদেরও ভূমিকা ছিল।    

জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এই বিষয়ে আলোচনার সূচনা করেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। তার আলোচনার সূত্র ধরে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, আজ হয়তো আমার এটা শেষ বক্তৃতা। আমি বিষয়টি সংসদে রেকর্ড হিসেবে রাখতে চাই।

ফজলে রাব্বী মিয়া বলেন, অনেকেই ড. কামাল হোসেনকে সংবিধান প্রণেতা বলে থাকেন। কিন্তু আমি বলতে চাই, আগেও বলতে চেয়েছি; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কামাল হোসেনকে গণপরিষদে পাঠিয়েছিলেন। সেখানে আরো অনেক সদস্য ছিলেন। উনি ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। উনি বঙ্গবন্ধুর অনুকম্পায় চেয়ারম্যান হয়েছিলেন। উনি না হয়ে সেখানে অন্যকোনো ব্যারিস্টারও থাকতে পারতেন।  

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি